ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

র‌্যাব হেফাজতে মৃত্যু জেসমিনের ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২৮ মার্চ ২০২৩

নওগাঁ শহর থেকে আটকের পর র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিন  নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক ও উচ্চ রক্তচাপজনিত কারণে সুলতানা জেসমিনের মৃত্যু হয়েছে। তাকে কোনও নির্যাতন করা হয়নি। 

আজ মঙ্গলবার (২৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদনের ওপর শুনানি হবে।

এর আগে সোমবার বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। পরে ওই নারীর মৃত্যুর ঘটনায় ‘পোস্টমর্টেম রিপোর্ট’ তলব করেন হাইকোর্ট। সকালের মধ্যে রাষ্ট্রপক্ষকে এ রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, বুধবার সকালে অফিস করার জন্য বাসা থেকে বের হন জেসমিন। দুপুরের দিকে র‌্যাবের সদস্যরা তাকে আটক করে। এরপর অসুস্থ্য অবস্থায় তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর সেখান থেকে তাকে রাজশাহী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর একদিন পর শনিবার নিহতের মরদেহ হস্তান্তর করে র‌্যাব।

প্রতারনার একটি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রাজশাহী র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার সিপিএসসি মেজর নাজমুস সাকিব।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি