ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

‘ল এসোসিয়েশন অব বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ৩০ মার্চ ২০২৩

‘ল এসোসিয়েশন অব বাংলাদেশ’ (ল্যাব)-এর আগামী এক বছরের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শরিফুল হক তুমুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান শাওন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) হাইকোর্টের ক্যান্টিন প্রাঙ্গনে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। 

পরে ৩৮ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান ও মারিয়াম জামিলা। 

নির্বাচিত অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি- ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেন, মোঃ আশফাক-উল-হক নিলয়, মুহাম্মদ মনজুর হোসাইন সুমন, আকাশ আব্দুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ আমজাদ হোসেন, আইফুল ইসলাম জাহিদ, খন্দকার শামীম, এ আর রাজিব, অ্যাড. মোঃ অমিত হাসান রক্তিম, মুহা: জাকির হোসাইন।
 
সাংগঠনিক সম্পাদক- মোঃ সাইফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক- মোঃ কামরুজ্জামান সজল, তামজীদুল ইসলাম, মোঃ ইব্রাহীম বকস, ফারজানা রব্বানী প্রিয়া, ইরফানুল হক, আরিফুল আলম আশিক। দপ্তর সম্পাদক- মোঃ আরাফাত হোসাইন সুমন, অর্থ সম্পাদক- মোঃ আল আমিন, প্রচার সম্পাদক- জেরিন সিকদার মিতা, আইটি বিষয়ক সম্পাদক- মিজানুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক- কাজী রুমা, সমাজসেবা সম্পাদক- মোঃ সালমান বাসার, আইন বিষয়ক সম্পাদক- মোহাম্মদ নুরুদ্দিন সরকার, সহ আইন বিষয়ক সম্পাদক- মোঃ সাহাব উদ্দীন, ক্রীড়া বিষয়ক সম্পাদক-মোঃ আরমান হোসেন শান্ত, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক- জাহিদুল ইসলাম রুবেল, 
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- শাহরিয়া বিশ্বাস রাজিব, শিক্ষা বিষয়ক সম্পাদক- এ.কে.এম ওবায়দুল্লাহ, মানবাধিকার বিষয়ক সম্পাদক- মোঃ ইয়াছিন আরাফাত চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক- মোঃ ইলিয়াস মিয়া, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক- মোঃ মোস্তাকিম ভূঁইয়া মোস্তফা, সাংস্কৃতিক সম্পাদক- তন্বী সোম, আইসিটি বিষয়ক সম্পাদক- এস এম লুৎফর রহমান, কার্য্যকরী সদস্য- জাকিয়া সুলতানা। 

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আইনী সেচ্ছাসেবী সংগঠন হিসেবে আইনী সুবিধা বঞ্চিত মানুষদের সেবা প্রদান করে আসছে। এছাড়াও সংগঠনটি দেশের দুর্যোগকালীন সময়ে সুনামগঞ্জে বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।

দেশব্যাপী ৪৬টি জেলা, ৪টি মহানগর, বিশ্ববিদ্যালয় ও ল’ কলেজসহ মোট ৮০টির বেশি কমিটির মাধ্যমে সারাদেশে সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি