ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জয় বঙ্গবন্ধু কেন জাতীয় স্লোগান হবে না, জানতে চায় হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ৩ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ কেন জাতীয় স্লোগান হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৩ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সরকার আওয়ামী লীগের সরকার। এত বছরেও কেনো জাতীয় স্লোগানের বিষয়টি বাস্তবায়ন হয়নি- প্রশ্ন রাখেন হাইকোর্ট। 

এর আগে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে জারি করা গেজেট সংশোধন করে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ।

রিটে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান একইসঙ্গে উচ্চারিত হয়েছে। দুটি আলাদা কোনো স্লোগান নয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি