ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় সুজন হত্যা মামলায় ছয় জনের মৃত্যুদণ্ডাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ২ মে ২০২৩

কুমিল্লার কলেজ শিক্ষক সাইফুল আজম সুজন হত্যা মামলায় ছয় জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। ২০১০ সালে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সুজনকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় হওয়া মামলার আট আসামির মধ্যে ছয় জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এদের মধ্যে একজন বিচারাধীন অবস্থায় মারা গেছেন। তিনজন পলাতক রয়েছেন। দুজনকে খালাস দেওয়া হয়েছে। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি