ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ১৪ মে ২০২৩

Ekushey Television Ltd.

নড়াইলে সোবহান ফারাজী নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। 

এছাড়াও রায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই হত্যা মামলায় অপর ২১ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। 

রোববার  বেলা ১১ টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ  মো. আকরাম হোসেন এ রায় প্রদান করেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছে- নড়াইলের কালিয়া সাতবাড়িয়া গ্রামের ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা, কামাল খাঁন, আশিকুর রহমান ও ফসিয়ার মোল্যা। রায়ের সময় ৩ জন আসামী আদালতে উপস্থিত ছিল। বাকী ২জনের মধ্যে আশিকুর রহমান পলাতক ও ফসিয়ার রহমান মারা গেছেন।

মামলার নথিসূত্রে জানাযায়,২০১০ সালের ১০ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী জমিতে পানি দেওয়ার জন্য ডিজেল ক্রয় করতে যান। তিনি টাকিমার স্ল্ইুচগেট এলাকায় পৌঁছলে আসামীরা তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই জলিল ফারাজি বাদি হয়ে ২৬ জনকে আসামী করে কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় রাষ্ট্রপক্ষ ১৫ জনের স্বাক্ষ্য গ্রহন করে। বিচারক সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া মামলার অপর ২১ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি