ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

র‌্যাবের ওপর হামলা মামলায় ৯ আসামী বেকসুর খালাস

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ১১ জুন ২০২৩

রাজশাহীতে র‌্যাব সদস্যের দায়ের করা হামলা মামলার নয় আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. মহিদুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নয় আসামী আদালতে উপস্থিত ছিলেন বলে জানান আসামী পক্ষের আইনজীবী তানভিরুল ইসলাম।

খালাস প্রাপ্তরা হলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর ছোট ভাই খাদেমুল আলম মাসুম, তার ঘনিষ্ঠজন মাসুদ রানা (১), মাসুদ রানা (২), জাহাঙ্গীর আলম কনক, মনোয়ারুল ইসলাম ডিপলু, সাদি, এন্তাজ, রাসেল ও শাওয়ন। 

আইনজীবী তানভিরুল ইসলাম বলেন, সাদা পোশাকে থাকা চারজন র‌্যাব সদস্যের উপর হামলার অভিযোগ তুলে ২০১৮ সালের ২৬ মে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা করেন র‌্যাব-৫ এর হাবিলদার হুমায়ন কবির। মামলায় নয়জনকে আসামী করা হয়।

পরে পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালতে মামলার সাক্ষীদের স্বাক্ষগ্রহণ শেষে রোববার রায় ঘোষণা করেন। র‌্যাবের দায়ের করা অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত মামলার নয় আসামীকে বেকসুর খালাস দিয়েছেন।

তানভিরুল ইসলাম বলেন, র‌্যাব তাদের দায়ের করা মামলায় অভিযোগ করেন, সন্ধ্যার দিকে নগরীর কোর্ট স্টেশন বাইপাস এলাকায় দায়িত্বরত অবস্থায় লোহার রড ও মোটা লাঠি দিয়ে চার র‌্যাব সদস্যের ওপর হামলা করে খাদেমুল আলম মাসুমের নেতৃত্বে একদল সন্ত্রাসী।

সাদা পোশাকে দায়িত্বরত র‌্যাব সদস্যরা নিজেদের পরিচয় দেয়ার পরও তাদের কিল-ঘুষি ও লাথি মারে। এ ঘটনায় র‌্যাবের চার সদস্য আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলেও অভিযোগ আনা হয় মামলায়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি