ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শ্রমিক লীগ নেতা অপু হত্যায় ৬ জন রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ১১ জুন ২০২৩

স্থানীয় শ্রমিক লীগ নেতা অপু ইসলাম হত্যা মামলায় ছয় জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা অপুকে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যা করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

রিমান্ডর্ভূক্তরা হলেন, মো. শাহাদাত হোসেন, মো. মোরশেদ হোসেন, মো. হামিদুল ইসলাম, সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান কবির। 

রোববার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য  তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. মেহেদী হাসান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তাদের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ জুন সন্ধ্যা ৭ টার দিকে অপু রাস্তা দিয়ে যাওয়ার সময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান কবিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর তারা অপুকে পাশের একটি ভবনের সাত তলায় নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দেয়। পরবর্তীতে একইদিনে রাত ৮ টার দিকে বাকি আসামিরা বিষয়টি মিমাংসার কথা বলে অপুকে ডেকে নিয়ে যায়। এরপর তারা অপুকে অকথ্য ভাষায় গালাগালি করলে অপু এর প্রতিবাদ করে। একপর্যায়ে তারা ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে তাকে নিচে ফেলে দেয় । গুরুতর আহত অবস্থায় অপুকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শনিবার (১০ জুন) রাতে অপুর বড় ভাই খোরশেদ বাদি হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি