ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

জয়পুরহাটে হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২০, ১৫ জুন ২০২৩

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় সোলায়মান আলী নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন জয়পুরহাটের একটি আদালত। 

রায়ে প্রত্যেকের ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১বছর করে কারাদন্ডের আদেশ দেয়া হয়।  অভিযোগ প্রমানিত না হওয়ায় এ মামলার অপর ৫ আসামীকে খালাস দেয়া হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র  বিচারক নূর ইসলাম এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরাহচ্ছে-জয়পুরহাটের কালাই উপজেলার গোপিনাথপুর আপলাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান (৬২), রফিকুল ইসলাম অফির (৫২) ও  আব্দুল কুদ্দুস (৪৫)। 

জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) জানান, ২০১৬ সালের ৩০ এপ্রিল সকাল ১০ টার দিকে কালাই উপজেলার গোপিনাথপুর আপলাপাড়া গ্রামে পানি নিস্কাশনের ড্রেন নিয়ে সোলায়মান আলীর সঙ্গে প্রতিবেশী মাহফুজার রহমান, রফিকুল ইসলাম অফির, আব্দুল কুদ্দুস, শফিউল ইসলাম মিল্টন, আবু জাফর, এনামুল হক, জাহিদুল ইসলাম ও ইয়াকুব আলীর মধ্যে সংঘর্ষ হয়। 

এক পর্যায়ে আসামীরা তাদের হাতে থাকা কোদাল দিয়ে সোলায়মানের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা সোলায়মানকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে ঘটনার পরের দিন কালাই থানায়  ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির বগুড়ার পরিদর্শক শামসুল আলম   ২০১৭ সালের ২০ ডিসেম্বর  আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানীতে আদালত ১১জনের সাক্ষ্য গ্রহণ করেন।   

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল  ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি