সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হাইকোর্টে তলব
প্রকাশিত : ১৫:২২, ২০ জুন ২০২৩
সাভারের বংশী নদীর বাঁশপট্টিতে অবৈধ দখল বিষয়ে প্রতিবেদনে অসন্তুষ্ট হয়ে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ১৮ জুলাই তলব করেছেন হাইকোর্ট।
বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
২০২১ সালের ২১ নভেম্বর বাঁশপট্টি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট । ২০১৯ সালে অবৈধ স্থাপনা উচ্ছেদ চেয়ে বাকির হোসেনের করা রিটের প্রেক্ষিতে এ আদেশ এসেছিল।
এরপর রুলসহ অবৈধ স্থাপনার তালিকা চেয়ে আদেশও দেন হাইকোর্ট। কিন্তু উচ্ছেদের দুই মাস পর আবারও দখল হলে আদালতের নজরে আনেন আইনজীবী।
আদালত এ বিষয়ে প্রতিবেদন চাইলে প্রতিবেদন দাখিল করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে প্রতিবেদনে আদালত সন্তুষ্ট না হয়ে ইউএনওকে তলব করেন।
এএইচ
আরও পড়ুন