ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

আপীল বিভাগের অবকাশকালীন বিচারপতি আবু জাফর সিদ্দিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ২১ জুন ২০২৩ | আপডেট: ১৮:০৯, ২১ জুন ২০২৩

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ কোর্টের অবকাশে বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে আপিল বিভাগের চেম্বার কোর্টের অবকাশকালীন বিচারক হিসেবে বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকীকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সই করা এ সংক্রান্ত নোটিশ রবিবার (১৮ জুন এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।  ২২জুন ২০২৩ তারিখ থেকে ৬ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত সাপ্তাহিক ছুটি এবং সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের চলমান অবকাশে ভ্যাকেশন জজ হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

নোটিশের ভাষ্য মতে, অবকাশকালীন সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভ্যাকেশন জজ হিসেবে বিচারপতি আবু জাফর সিদ্দিকী মহোদয়কে মনোনীত করেছেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি।

বিচারপতি আবু জাফর সিদ্দিকী আগামী ২২, ২৫, ২৬ ও ২৭ জুন এবং ৫ ও ৬ জুলাই সকাল ১১টা থেকে ভ্যাকেশন জজ হিসেবে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

উল্লেখ্য, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ কোর্টের অবকাশে আগামী ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

আরবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি