ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামির রায় আসছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ২৫ জুন ২০২৩

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। 

এর আগে গত ২১ জুন রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১১ মে চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। 

আসামিরা হলেন আমজাদ হোসেন মোল্লা, ওহাব মোল্লা, মাহতাব বিশ্বাস, ফসিয়ার রহমান মোল্লা এবং নওশের বিশ্বাস। 

এর মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার থাকা আমজাদ হোসেন মোল্লাকে ২০১৭ সালের ২২ মে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। আর বাকি চারজন ছিলেন পলাতক। পলাতকদের মধ্যে নওশের বিশ্বাস নামে এক আসামি মারা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি