ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

পুরাতন মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে ৫টি দ্বৈত বেঞ্চ গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ১৩ জুলাই ২০২৩

অন্তর্বর্তীকালীন জামিন সংক্রান্ত ফৌজদারি বিবিধ মোকদ্দমাসমূহ শুনানি ও নিষ্পত্তি করতে হাইকোর্টে ৫টি দ্বৈত বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা ২টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা মোতাবেক ২০২২ সাল পর্যন্ত ফৌজদারি বিবিধ মোকদ্দমা শুনানি ও নিষ্পত্তি করবেন এসব বেঞ্চ।

বুধবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশনা প্রকাশ করা হয়।

বেঞ্চগুলো হচ্ছে- বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ, বিচারপতি  মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে দ্বৈত বেঞ্চ এবং বিচারপতি মো.সেলিম ও বিচারপতি মো.রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি