ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

হাইকোর্টে নি:শর্ত ক্ষমা চাইলেন কক্সবাজার জেলা জজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ১৯ জুলাই ২০২৩

আইন না মেনে ৯ আসামিকে জামিন দেয়ার ঘটনায় হাইকোর্টে হাত জোড় করে নি:শর্ত ক্ষমা চেয়েছেন কক্সবাজার জেলা জজ মোহাম্মদ ইসমাইল।

বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। এসময় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। 

ভুল স্বীকার করে জেলা জজ নিজেই আদালতকে বলেন, মামলার চাপ থাকায় অনিচ্ছাকৃত ভুল হয়েছে।

তবে এরকম কাজ তিনি আগেও বেশ কবার করেছেন। 

এসময় আদালত বিস্ময় প্রকাশ করে বলেন, যখন অনিয়ম, দুর্নীতি ও  অরাজকতা বেড়ে যায় তখন সব এলোমেলো হয়ে যায়, এই জেলা জজের ক্ষেত্রেও তাই হয়েছে। 

এর আগে, আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে এক মামলায় ৯ জনকে জামিন দেন এই বিচারক। জামিন আদেশে আসামিদের হাজত বাসের কথা উল্লেখ থাকলেও তার কোনো হাজতে যাননি। 

হাজতে না গেলেও হাজতবাসের বিবরণ উল্লেখ করে জেলা ও দায়রা জজ আসামিদের কীভাবে জামিন দিলেন- সেই ব্যাখ্যা জানাতে তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

সেই মোতাবেক আজ বুধবার হাইকোর্টে হাজির হন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি