ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সিলেটে হত্যা মামলার রায়ে ৪ জনের মৃত্যুদন্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ২৪ জুলাই ২০২৩

সিলেটের গোয়াইনঘাটে তমজিদ আলী হত্যা মামলার রায় ৪ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন আব্দুর রব, আব্দুর রহমান, ফজল উদ্দিন ও রইস আলী। মামলার রায়ে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার বাকি ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. ফখরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ২০০১ সালের ৮ আগস্ট ভোরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইস্তিগ্রামে খাল দখলকে কেন্দ্র করে হাত-পা বেঁধে দা দিয়ে কুপিয়ে তমজিদ আলীকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহ হাওরের মাঝে ফেলে রাখা হয়। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী পেয়ারা বেগম সিলেটের গোয়াইনঘাট থানায় মোট ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।
 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি