ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বুলিং-র‌্যাগিং বন্ধে সব শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থা নেয়ার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ১৪ আগস্ট ২০২৩

বুলিং-র‌্যাগিং প্রতিরোধে নীতিমালা অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বিচারপতি জেবিএম হাসানের দ্বৈত বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। 

নীতিমালায় আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করতে হবে। ছাত্রীদের কাউন্সিলিং করার বিষয়টিও রয়েছে নীতিমালায়। 

বুলিং ও র‌্যাগিং এ বোর্ড অব ট্রাস্টিজ, গভর্নিং বডিসহ প্রতিষ্ঠানের কারো সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। 

এর আগে, ২০১৮ সালে ভিকারুননিসা নূন স্কুল থেকে অপমান করে বের করে দেয়ায় নিজ বাসায় আত্মহত্যা করে অরিত্রি। এরপরে বিষয়টি আদালতের নজরে আনলে সুয়োমোটো রুল ইস্যু করা হয়। 

উচ্চ আদালতের নির্দেশনার আলোকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং-র‌্যাগিং প্রতিরোধে নীতিমালা বা গাইড লাইন তৈরি করার জন্য জাতীয় পর্যায়ে কমিটি গঠন করা হয়।

এর মাঝে পাঁচ বছর অতিবাহিত হয়েছে। প্রায় সাত থেকে আট বার খসড়া সবাই মিলে পর্যালোচনা করা হয়েছে। এরপর পরিমার্জন, সংযোজন, বিয়োজন করার পর চূড়ান্তভাবে গত ২ মে গেজেট আকারে প্রকাশ করা হয়। তারপর গত ২৯ জুলাই আদালতে দাখিল করা হয়।

এএইচ

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি