ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রুল শুনানিতে হট্টগোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ২২ আগস্ট ২০২৩

লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা মামলার শুনানিতে ফের হট্টগোলের ঘটনা ঘটেছে। এ বিষয়ে দুপুরে আদেশ দেবেন হাইকোর্ট।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে মামলার শুনানির জন্য ওঠে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চে। 

রিটকারীর পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমানের গুলশানের বাসার গেইটে নোটিশ দেয়া হয়েছে। দেয়া হয়েছে পত্রিকায় বিজ্ঞপ্তি। আদালত জানতে চান সুপ্রিম কোর্টের বোর্ডে নোটিশ টাঙ্গানো হয়েছে কিনা। 

এর এক পর্যায়ে দু’পক্ষের আইনজীবীরা বিতর্কে জড়িয়ে পড়েন, শুরু হয় হইচই। 

এক রিটের প্রেক্ষিতে ২০১৫ সালে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান বক্তব্য দিলে মামলাটি ফের আলোচনায় আসে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি