ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আগাম জামিনে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেন না হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ২৭ আগস্ট ২০২৩ | আপডেট: ১৬:৩৭, ২৭ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

এখন থেকে কোন মামলায় আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেন না হাইকোর্ট। আবারো এমন নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ সদস্যর বেঞ্চ এ আদেশ দেন। এসময় গৃহকর্মী নির্যাতনের সৈয়দ আশফাক ও তার স্ত্রীকে দেয়া হাইকোর্টের আত্মসমর্পনের আদেশ বাতিল করে দেন আদালত।

সেই সাথে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পনের করে যে জামিন নিয়েছিলেন তাও বাতিল করে দেন। নতুন করে তাকে সিএমএম কোর্টে জামিন চাওয়ার আদেশ দেয়া হয়। 

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি