ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

‘বিচারালয়ে মিছিল-সমাবেশ করলে তা হবে আদালত অবমাননা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ৩০ আগস্ট ২০২৩

এখন থেকে বিচারালয়ে মিছিল সমাবেশ করলে তা আদালত অবমাননা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। কোন আইনজীবী এমটি করলে তিনি কোনো মামলার শুনানিতে অংশ  নিতে পারবেন না। 

বুধবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন এ কথা জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। 

তিনি বলেন, আজ থেকে দেশের সব আদালতে সভা-সমাবেশ, জমায়েত করলে তা অবমাননার দায়ে অভিযুক্ত হতে হবে। কোনো আদালতে রাজনৈতিক কর্মসূচি পালন করলে তা অবমাননা হবে। মিছিল করলে এজলাশে দাঁড়াতে পারবেন না সেই আইনজীবী।

এর আগে বিএনপিপন্থী আইনজীবী নেতাদের আদালত অবমাননার শুনানি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর ১৯ অক্টোবরে অনুষ্ঠিত হবে বলে দিন ধার্য করেন আপিল বিভাগ। প্রধানবিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই দিন ধার্য করেন। 

এদিকে, আদালত অবমাননার শুনানিকে কেন্দ্র করে আপিল বিভাগের প্রবেশ মুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গতকাল আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপির ৭ আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়। 

এই ৭ আইনজীবী নেতা হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি