ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ৫ সেপ্টেম্বর ২০২৩

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে।

মঙ্গলবার সকাল থেকে শেখ মেরিনা সুলতানার ঢাকা শ্রম আদালতে সাক্ষ্য দিচ্ছেন দ্বিতীয় সাক্ষী। 

এর আগে গত ২২ আগস্ট সাক্ষ্য দেন প্রথম সাক্ষী শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম। 

মামলার অন্য তিন বিবাদী হলেন- গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। 

গত ৮ মে মামলাটি বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। ৬ জুন তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন বিচারিক আদালত। 

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি