ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আপিল বিভাগের নবনির্মিত লাইব্রেরি উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২৩

সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় আপিল বিভাগের নবনির্মিত লাইব্রেরি উদ্বোধন করেছেন সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল। 

রোববার সকালে নামফলক উন্মোচন ও ফিতা কাটার মাধ্যমে নতুন লাইব্রেরির উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, আইনজীবী এবং প্রয়াত প্রধান বিচারপতিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

পৃথিবীর বিভিন্ন দেশের আইন সংক্রান্ত ৪ হাজার বই নিয়ে এই লাইব্রেরীর পথচলা শুরু হলো। এতে বই দান করেছেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি