চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় জামায়াতের আমীরসহ গ্রেফতার ৬
প্রকাশিত : ১২:০০, ১২ সেপ্টেম্বর ২০২৩
নাশকতা মামলায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীরসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুর দেড়টার দিকে একটি মাইক্রোবাসযোগে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় তাদেরকে শহরের শহীদ হাসান চত্বর থেকে আটক করা হয়। পরে সন্ধ্যা ৬ টার পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সবাইকে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের আব্দুর খালেকের ছেলে জেলা জামায়াত
ইসলামীর আমীর এ্যাডভোকেট রুহুল আমীন (৪৫), আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে
চুয়াডাঙ্গা পৌর জামায়াত ইসলামীর আমীর এ্যাডভোকেট হাসিবুল ইসলাম (৩৯), দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের
আজিজুল হকের ছেলে জামায়াত ইসলামী কর্মী মহাসিন আলী (২৬), দামুড়হুদা উপজেলার দর্শনা ফুলবাড়ীয়ার শহিদুল ইসলামের ছেলে সাবেক জেলা শিবিরের সেক্রেটারী হুমায়ুন কবির (২৭), দর্শনা পৌর এলাকার ইসলাম বাজারের মরহুম ইউসুফ আলীর ছেলে দৈনিক সংগ্রাম পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ (৪২) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী এলাকার আবু জাফরের ছেলে মাইক্রোবাস চালক মিনারুল ইসলাম (২৯)।
চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এ্যাড.মাসুদ পারভেজ রাসেল জানান, দুপুরে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তারা মাইক্রোবাসযোগে যাচ্ছিল। এ সময় পুলিশ তাদের গতিরোধ করে সদর থানায় নিয়ে যায় এবং গ্রেপ্তার দেখায়।
এসবি/
আরও পড়ুন