ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

১৬তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ২৪ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৬তম বিজেএস) পরীক্ষার মাধ্যমে সহকারী জজ নিয়োগর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

রোববার বিজেএস কমিশন সচিবালয় এই চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে মোট ১০৪ জনকে মনোনীত করা হয়েছে।

বিজেএসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০৪ জন প্রার্থীর রোল নম্বরসহ মেধাক্রম প্রকাশ করা হলো। ৯৯ থেকে ১০৪তম প্রার্থী একই নম্বর পেয়েছন। স্থাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের কোথায়, কবে যেতে হবে, তা জানানো হবে পত্রিকা ও ওয়েবসাইটে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি