ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সেই বিচারকের সাজার রায়ও স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ১২ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার জামিনের পর সাজার রায়ও স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। 

আগামী ২০ নভেম্বর পর্যন্ত এ সাজা স্থগিত রাখার আদেশ দিয়েছে আদালত। 

আজ বৃহস্পতিবার সাড়ে ৫টায় সাজা স্থগিত করে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। আবেদনের পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক। 

তিনি সংবাদমাধ্যমকে বলেন, হাইকোর্টের আদেশ পাওয়ার পর ৫টা ২০ মিনিটের দিকে সাজা স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করি। আদালত সাড়ে ৫টার দিকে ২০ নভেম্বর পর্যন্ত সাজা স্থগিত করে আদেশ দেয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আদালত অবমাননার দায়ে বিচারক মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ। এর ৩ ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে হাইকোর্টের একই বেঞ্চ ওই বিচারককে জামিন দেন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি