হলি আর্টিজানে জঙ্গি হামলা: হাইকোর্টের রায় আজ
প্রকাশিত : ০৮:৫৫, ৩০ অক্টোবর ২০২৩ | আপডেট: ০৮:৫৭, ৩০ অক্টোবর ২০২৩
রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলায় হাইকোর্টের রায় আজ।
আজ সোমবার বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ রায় ঘোষণা করবেন।
এর আগে সাতজনের মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের আপিলের ওপর হাইকোর্টে রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন হাইকোর্ট।
চলতি বছরের জানুয়ারিতে মামলাটির শুনানির জন্য কার্যতালিকায় ওঠে। এরপর গত ৩ মে থেকে শুনানি শুরু হয়। পরে গত ১১ অক্টোবর শুনানি শেষে রায়ের জন্য ৩০ অক্টোবর দিন রাখা হয়েছিল।
এ ঘটনার মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান একজনকে খালাস দিয়ে সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাকিবুল ইসলাম রিগ্যান ওরফে রাফিউল ইসলাম, রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আসলাম হোসেন ওরফে র্যাশ, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মোহাম্মদ হাদিসুর রহমান সাগর ওরফে সাগর, মামুনুর রশিদ রিপন ও শরিফুল ইসলাম খালেদ।
মিজানুর রহমান ওরফে বড় মিজানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দেয় ট্রাইব্যুনাল।
পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে পৃথক আপিল করেন।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের কূটনৈতিক এলাকায় অবস্থিত হলি আর্টিজান রেস্তোরাঁয় আগ্নেয়াস্ত্র, চাপাতি ও গ্রেনেড নিয়ে ৫ জঙ্গি ঢুকে পড়ে এবং সেখানে যারা ছিলেন, তাদের জিম্মি করে। পরবর্তীতে জঙ্গিরা ৩ বাংলাদেশি, ৭ জাপানি, ৯ ইতালীয় ও ১ ভারতীয় নাগরিককে হত্যা করে।
উদ্ধার অভিযানে সেনাবাহিনীর কমান্ডোদের সঙ্গে জঙ্গিদের ১২ ঘণ্টার সংঘর্ষে পাঁচ জঙ্গি, ২ পুলিশ কর্মকর্তা ও ক্যাফের ১ শেফ নিহত হন। পরে রেস্তোরাঁর ১ আহত কর্মীও মারা যান।
এএইচ
আরও পড়ুন