ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

হলি আর্টিজান জঙ্গি হামলায় ৭ আসামির আমৃত্যু কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ৩০ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৩:৪৬, ৩০ অক্টোবর ২০২৩

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় নব্য জেএমবির সাত সদস্যকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। 

আজ সোমবার বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 

আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসা‌মিরা হলেন জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ।

আসামিরা এখন কারাগারে আছেন।

এর আগে বেলা ১১টা ২৮ মিনিটে রায় পড়া শুরু হয়। 

রায় ঘোষণার সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ, সহকারি অ্যাটর্নি জেনারেল নির্মুল কুমার দাশ উপস্থিত ছিলেন। এছাড়া আসামিপক্ষে অ্যাডভোকেট আমিমুল এহসান জুবায়ের উপস্থিত ছিলেন।

এ ঘটনার মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান একজনকে খালাস দিয়ে সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে পৃথক আপিল করেন।

পরে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর গত ১১ অক্টোবর শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। 

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের কূটনৈতিক এলাকায় অবস্থিত হলি আর্টিজান রেস্তোরাঁয় আগ্নেয়াস্ত্র, চাপাতি ও গ্রেনেড নিয়ে ৫ জঙ্গি ঢুকে পড়ে এবং সেখানে যারা ছিলেন, তাদের জিম্মি করে। পরবর্তীতে জঙ্গিরা ৩ বাংলাদেশি, ৭ জাপানি, ৯ ইতালীয় ও ১ ভারতীয় নাগরিককে হত্যা করে।

উদ্ধার অভিযানে সেনাবাহিনীর কমান্ডোদের সঙ্গে জঙ্গিদের ১২ ঘণ্টার সংঘর্ষে পাঁচ জঙ্গি, ২ পুলিশ কর্মকর্তা ও ক্যাফের ১ শেফ নিহত হন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি