ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিলেন দুই কানাডিয়ান পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ৩০ অক্টোবর ২০২৩

নাইকো দুর্নীতি মামলায় কেরানীগঞ্জ কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে সাক্ষ্য দিলেন দুই কানাডিয়ান পুলিশ কর্মকর্তা। 

সকাল ১১ টার দিকে আদালতে হাজির হন কানাডিয়ান রয়েল পুলিশের দুই সদস্য কেভিড ডুগান ও লয়েড শোয়েপ। সাক্ষ্যতে তারা বলেন, কানাডার তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানি নাইকোকে তিনটি গ্যাসফিল্ডের কাজ পেতে কাশেম শরীফ, সেলিম ভুঁইয়া, গিয়াস উদ্দিন আল মামুনসহ কয়েকজনের মধ্যে অর্থের লেনদেন হয়। যার সুবিধা ভোগ করেন বিএনপি নেতা তারেক রহমানও। পরে দুই পুলিশকে জেরা করে আসামিপক্ষের আইনজীবী। গেল ১৯ অক্টোবর তাদের সাক্ষ্য দিতে সমন জারি করেন ঢাকার বিশেষ আদালত।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি