ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ২৭ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

কুমিল্লা বরুড়ায় ব্যবসায়ী শহীদউল্লাহ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায়ে দেন। মামলায় বলা হয়েছে, ১৯৯৮ সালে ২১মে শহিদুল্লাহ তার জমিতে ধানের চারা রোপণ করার সময় আসামীদের সাথে বাকবিতন্ডা হয়।

পরে রাতে শহিদুল্লাহকে ডেকে নিয়ে আসামীরা কুপিয়ে জখম করলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঐ ঘটনায় ২২ মে মামলা হলে পুলিশ ১৫ জনের নামে চার্জশিট দেয়। ২০ জনের সাক্ষ্য শেষে ২৬ বছর পর মামলার রায় দেয় আদালত।

এদিকে ঝিনাইদহে স্ত্রী ও সন্তান হত্যা মামলায় স্বামী সুজন হোসেনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত।

দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দন্ডাদেশ দেন। ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারী শৈলকুপার দোহা-নাগিরাট গ্রামে স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা করে পদ্মা নদীর চরে বালি চাপা দিয়ে পালিয়ে যায় আসামী সুজন। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি