ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গণতন্ত্রী পার্টির প্রার্থীদের নির্বাচনে সুযোগ দেয়ার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ২৬ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির সব প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট।

আজ মঙ্গলবার চেম্বার কোর্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

গণতন্ত্রীর পার্টির প্রার্থী ব্যারিস্টার আরশ আলী, দোলন ভৌমিকসহ ৭ প্রার্থীর আবেদনের শুনানি নিয়ে সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। 

প্রার্থীদের পক্ষে শুনানি করেন এডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশফাকুর রহমান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্র গত ১২ ডিসেম্বর
বাতিল করে ইসি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক এই দলের ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ সই করা এক চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ‘গণতন্ত্রী পার্টি’র সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে কমিটির নাম দাখিল করেছেন। এগুলো নির্বাচন কমিশন নামঞ্জুর করেছে। সুতরাং গণতন্ত্রী পার্টির নামে রাজনৈতিক দলের অনুমোদিত কোনো কমিটি বিদ্যমান নেই। 

এ প্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র বাতিল করার সিদ্ধান্ত হয়। 

ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রার্থীরা। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট প্রার্থীদের নির্বাচনে সুযোগ দেয়ার আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে চেম্বার কোর্টে আবেদন করে ইসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি