ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড, আপিলের শর্তে জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ১ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। পরে আপিলের শর্তে ইউনূসহ আসামিদের ১ মাসের জামিন দেয়া হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) বিকাল তিনটার দিকে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় দেন। 

এ মামলায় অন্য আসমিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। 

রায়ে ৩০ দিনের মধ্যে শ্রমিকদের চাকরিস্থায়ী করা, কল্যাণ তহবিলের গঠন ও শ্রমিকদের ৫ শতাংশ লভ্যাংশ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

আপিলের শর্তে ৫ হাজার টাকা বন্ডে চারজনকেই এক মাসের জামিন দিয়েছেন আদালত।

দুপুর আড়াইটার দিকে রায় পড়া শুরু করেন বিচারক। ৮৪ পৃষ্ঠা রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান আদালত। রায় শুনতে দুপুরে আদালতে হাজির হন ড. ইউনূস। 

গত ২৪ ডিসেম্বর দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ মামলার রায়ের তারিখ ঘোষণা করেছিলেন ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালত। 

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি