ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না: নূরকে হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ১৭ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

আদালত অবমাননা বিষয়ে তলবে হাইকোর্ট হাজির হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। নূরকে উদ্দেশ করে আদালত বলেন, বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না।

আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে হাজির হন তিনি। গণমাধ্যমে প্রকাশিত নূরের বক্তব্য আমলে নিয়ে এ বেঞ্চ গত ১৭ ডিসেম্বর স্বপ্রণোদিত রুলসহ তাকে আজ হাজিরের আদেশ দেয়।

নুরের আইনজীবী সিনিয়র এডভোকেট এ জে মোহাম্মদ আলী বলেন, আপনারা আদালত অবমাননার রুল দিয়েছেন। রুলের ব্যাখ্যা দিতে আমাদের সময় প্রয়োজন।

আদালত অবমাননার ব্যাখ্যা দিতে নুরুল হক নূরকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় মঞ্জুর করেন হাইকোর্ট। সেদিনও তাকে আদালতে হাজির থাকতে হবে বলে আদেশ দেয়া হয়। ডেপুটি এটর্নি জেনারেল কাজী মইনুল হাসান সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি জানান, আদালত নুরুল হক নূরকে উদ্দেশ করে বলেন বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না।

গত ৭ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এ বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবদেন আমলে নিয়ে স্বপ্রনোদিত আদেশ দেয় হাইকোর্ট।

নূরের পক্ষের আইনজীবী বলেন, নুরুল হক নূরের বক্তব্য পত্রিকায় যেভাবে এসেছে উনি সেভাবে বলেননি। রুলের ব্যাখ্যায় আমরা প্রকৃত বক্তব্য তুলে ধরব। আশা করি, আমাদের ব্যাখ্যায় আপনারা অখুশি হবেন না। 

এসময় আদালত বলেন, আমরাও চাই বক্তব্য ডিফারেন্ট হোক। কারণ, পত্রিকায় যেভাবে এসেছে, এভাবে বললে তো বিচার বিভাগ ভেঙে পড়বে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি