শিশু আয়ানের মৃত্যু: পুনরায় তদন্ত কমিটি গঠন হাইকোর্টের
প্রকাশিত : ১২:২৬, ২০ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১২:৩৫, ২০ ফেব্রুয়ারি ২০২৪
রাজধানীর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনা করতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনা পুনরায় তদন্ত করতে ৫ সদস্যর কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আগের তদন্ত প্রতিবেদন সন্তুষ্ট না হওয়ায় নতুন করে এ কমিটি গঠন করেন আদালত। আগামী ১ মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ হাইকোর্টের।
সোহওয়ার্দী হাসপাতালের অধ্যাপক ডাক্তার এ বি এম মাকসুদুল আলমকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলা আছে কি না, তার মৃত্যুর ঘটনায় কারা দায়ী, এই কমিটি তা খুঁজে বের করবে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। ইউনাইটেড হাসপাতালের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
এর আগে শিশু আয়ানের মৃত্যু ঘটনা আদালতের রিট করলে পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি করে হাইকোর্ট। একইসঙ্গে সারাদেশে বৈধ ও অবৈধ হাসপাতালের তালিকা দাখিলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছিলেন।
সে অনুসারে সারাদেশে এক হাজার ২৭টি লাইসেন্সবিহীন মেডিকেল হাসপাতালের তালিকা দাখিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৫ বছরে ইউনাইটেড হাসপাতালের অবহেলায় কতোগুলো প্রাণ ঝরেছে তিনমাসের মধ্যে সে তালিকা জমা দেয়ারও নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
গত ৮ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যায় শিশু আয়ান। এর আগে তাকে বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খৎনা করানোর জন্য নেওয়া হয়েছিল তাকে। সেখানে অজ্ঞান করার পর আয়ানের আর জ্ঞান ফেরেনি।
এরপর সেখান থেকে তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আনা হয়। এখানে সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর মারা যায় আয়ান।
এএইচ
আরও পড়ুন