ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ভোট চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ৬ মার্চ ২০২৪

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ চলছে। নির্বাচন উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

বুধবার (৬ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে সুপ্রিম কোর্ট বার ভবনের মিলনায়তনে ৫০ বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। মাঝখানে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এরপর আগামীকাল বৃহস্পতিবারও ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে সাত হাজার ৮৮৩ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে জয়ে আশাবাদী সব প্রার্থীই। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছাড়াও এবার সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ ও এম কে রহমান, সম্পাদক পদে নাহিদ সুলতানা যুথী ও ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া এবং কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম প্রার্থী হয়েছেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রথম সারির নেতা যুথী। কিন্ত দলীয় মনোনয়ন না পেয়ে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে সমিতির জন্য নিবেদিত হতে চান তিনি। বার-বেঞ্চের সমন্বয় এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও গড়ে তোলার প্রতিশ্রুতি যুথীর। 

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলের প্রার্থী হয়েছেন সভাপতি পদে আবু সাঈদ সাগর এবং সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক। নির্বাচন সুষ্ঠু হবার আশাবাদ জানিয়ে নির্বাচিত হলে দুর্নীতি রোধ ও ভবন নির্মাণের লক্ষ্য প্যানেলটির।

সুষ্ঠু নির্বাচনে আশাবাদী সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস কাজলসহ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেলের প্রার্থীরাও। 

সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী আবুল খায়ের।  নির্বাচন পরিচালনায় সহযোগিতা করছেন ১৫০ জন আইনজীবী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি