ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

হোটেল-রেস্তোরাঁয় আইন মেনে অভিযানের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১২ মার্চ ২০২৪ | আপডেট: ১৪:১৬, ১২ মার্চ ২০২৪

হোটেল-রেস্তোরাঁয় হয়রানিমূলক এলোমেলো অভিযান না চালিয়ে আইন অনুসারে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জারি করেছেন রুলও। 

রাজধানীর হোটেল ও রেস্টুরেন্টে হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে করা রিটের শুনানি নিয়ে আজ মঙ্গলবার এ আদেশ দেন মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ। 

এর আগে সোমবার (১১ মার্চ) রাজধানীর হোটেল ও রেস্তোরাঁগুলোতে হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করে হোটেল ও রেস্তোরাঁর মালিকরা। রিটে সব শর্তপূরণে সময় চেয়ে আবেদন করেন তারা।

গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের প্রাণহানি ঘটে। এরপর থেকে রাজধানীর বিভিন্ন রেস্তোঁরায় অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা মহানগর পুলিশ। 

এসব অভিযানে ৮৭২ জনকে গ্রেপ্তার এবং ৮৮৭টি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ডিএমপি। 

অন্যদিকে কয়েকটি রেস্টুরেন্ট সিলগালা এবং আবাসিক ভবনে নিয়মের বাইরে গিয়ে বানানো রেস্তোরাঁগুলো বন্ধ করে দিচ্ছে রাজউক। কোথাও কোথাও গ্রেপ্তার ও জরিমানাও করা হচ্ছে। 

রিটে বলা হয়, রাস্তার পাশের ছোট খাবারের দোকান থেকেও অনেককে আটক করছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি