ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বেইলি রোডে আগুন: গ্রেপ্তারদের তালিকা দাখিলের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ১৩ মার্চ ২০২৪ | আপডেট: ১৪:২৫, ১৩ মার্চ ২০২৪

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় কতজন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধভার (১৩ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আগামী এক মাসের মধ্যে পুলিশের আইজিকে এ তালিকা দাখিল করতে বলা হয়েছে। 

একইসঙ্গে আগুনে ৪৬ জনের মারা যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিকদের গ্রেপ্তার কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর. সোবহান।

গত ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। এতে ৪৬ জন নিহত হন। এছাড়াও ওই ভবন থেকে ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়। 

পরে গত ১ মার্চ রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। মামলায় অসংখ্য শ্রমিককে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি