ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র গেলেন প্রধান বিচারপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২৩ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র সফরে গেলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 

শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করবেন।

সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির অবর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম. ইনায়েতুর রহিম বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। 

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আগামী ৩১ মার্চ দেশে ফিরে আসবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি