ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনজিরকে গ্রেফতারে আইনী কোন বাধা নেই: দুদক আইনজীবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ২৮ মে ২০২৪

Ekushey Television Ltd.

অনুসন্ধানের প্রয়োজনে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করতে আইনী কোন বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। 

সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে এ কথা বলেন তিনি।

আইনজীবী বলেন, দুদকের তদন্ত চলমান রয়েছে, প্রয়োজন মনে করলে বেনজির আহমেদকে বিদেশ যাত্রায় নিষেধাজাজ্ঞা চাইতে পারে দুদক। 

আইনজীবী খুরশীদ আলম খান জানান, পূর্বে সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিলেন আদালত। পরবর্তীতে আবারও দুদকের আবেদনে ১১৯টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি