ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ২৫ জুন ২০২৪

Ekushey Television Ltd.

সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা ধর্ষণ মামলার আজ নির্ধারিত তারিখে সশরিরে হাজির না হওয়ায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত। 

মঙ্গলবার সকালে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাকিব উদ্দিন জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে ধর্ষণ করেন। 

এ ঘটনায় জান্নাত আরা ঝর্না বাদী হয়ে সোনারগাঁ থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসার অভিযোগে মামুনুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। 

ওই মামলায় সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ থেকে জামিন লাভ করেন মাওলানা মামুনুল হক। জামিনে শর্ত ছিল আদালতের হাজিরার সময় স্বশরিরে উপস্থিত থাকবেন। আজ ছিলো মামলায় হাজিরার নির্ধারিত তারিখ। কিন্তু আদালতে উপস্থিত না থেকে আইনজীবির মাধ্যমে হাজিরার আবেদন করেন মামুনুল।  আদালতের শর্ত ভঙ্গ করার অভিযোগে আদালত জামিন না মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  জারি করে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি