ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ডিজিটাল আইনে শর্ত না দেওয়ার অনুরোধ রিয়াজুলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ৫ ডিসেম্বর ২০১৭

ডিজিটাল নিরাপত্তা আইনে ৫৭ ধারার মতো কোনো শর্ত না দেওয়ার অনুরোধ জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার বিষয়ক এক সংলাপে এ কথা বলেন তিনি।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র ওই সংলাপের আয়োজন করে। সংলাপে সভাপতিত্ব করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা।

সংলাপে রিয়াজুল হক বলেন, সাংবাদিকরা হয়রানির স্বীকার হন, এমন কোনো ধারা কোনো আইনেই সংযোজন করা ঠিক হবে না। তিনি বলেন, আগামীতে যে ডিজিটাল সিকিউরিটি আইন হচ্ছে, ওই আইনে যেন এ রকম শর্ত না থাকে এটা আমাদের অনুরোধ থাকবে। সাংবাদিকরা যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন এজন্য এটা করতে হবে।

তিনি বলেন, আইনের সীমাবদ্ধতা আর যথেষ্ট লোকবলের অভাবে জাতীয় মানবাধিকার কমিশন ঠিকভাবে তাদের কাজ করতে পারছে না। লোকবল না থাকা সত্ত্বেও কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত ও প্রতিবেদন জমা দিচ্ছে বলেও জানান তিনি।

 

আর

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি