হবিগঞ্জে কৃষক হত্যায় ১০ জনের প্রাণদণ্ড
প্রকাশিত : ১৫:৫১, ৩১ জানুয়ারি ২০১৮
হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষক আব্দুর রাজ্জাক হত্যা মামলায় ১০ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।একইসঙ্গে প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।
আজ বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই আদেশ দেন। সতের বছর আগে এ কৃষককে হত্যা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, - বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামের রমিজ আলী, তরিক উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মন্নান, বাচ্চু মিয়া, আব্দুস সালাম, ইউসুফ উল্লাহ, আব্দুল মতলিব, আব্দুল হান্নান ও নাছিম উল্লাহ। এদের মধ্যে দুইজন আসামী ছালাম ও হান্নান পালাতক রয়েছে। বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে দশ জনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৯ অক্টোবর হাঁস চুরির এক ঘটনাকে কেন্দ্র করে বাঘজুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে আসামি রজিম আলী ও তার লোকজনের কথা কাটাকাটি হয়।
এর জের ধরে সেদিন বিকালে রজিম ও তার অনুসারীরা রাজ্জাককে বাড়ির পাশের হাওরের সামনে কুপিয়ে হত্যা করেন।
/ টিআর // এআর /
আরও পড়ুন