ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ১ এপ্রিল ২০১৮

কক্সবাজার জেলার চকরিয়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রহিম (২০) নামে এক ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও দুটি খালি খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ডুলাহাজরার উলুবনিয়ায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম উলুবনিয়া এলাকারই বাসিন্দা। পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার দিন আগে তার বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছিল।

র‍্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, উলুবনিয়া এলাকায় রহিমের অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল রাতে ওই অভিযানে যায়। সেখানে অবস্থান নিয়ে থাকা সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়লে আত্মরক্ষার জন্য র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। গোলাগুলি চলার পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় রহিমের লাশ পাওয়া যায়।

তিনি বলেন, গত ২৬ মার্চ উলুবনিয়া এলাকার এক বাড়িতে পাঁচ বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়। পরে ওই ঘটনায় শিশুটির বাবা গত ২৮ মার্চ তাদের প্রতিবেশী যুবক আব্দুর রহিমের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি