ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে প্রবাসী নুরুল হত্যায় পাঁচজনের ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ১০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামে সাত বছর আগের প্রবাসী নুরুল আলম হত্যা মামলার বিচার শেষে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এরা হলেন- বাবুল বড়ুয়া, কানন বড়ুয়া জুয়েল, মুনির, সঞ্জিদ বণিক ও মুজিবুর রহমান।

মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস তাদের মৃতুদণ্ডের রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী তসলিম উদ্দীন জানিয়েছেন।

তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিদের একমাত্র কানন আদালতে হাজির ছিলেন। বাকিরা জামিন নিয়ে পলাতক আছেন।

২০১১ সালের ৩০ মে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় প্রবাসী নরুল আলমকে হত্যা করা হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি