ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে দীপ্ত হত্যায় ১৪ জনের যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ১৮ এপ্রিল ২০১৮

লক্ষ্মীপুরে কলেজছাত্র দীপ্ত পাল হত্যা মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুল হুদা তালুকদার এ রায় দেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে ছিলেন। বাকি নয়জন পলাতক রয়েছে।

লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ আদলতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২ জুলাই রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজীর দীঘির পাড় এলাকার কার্তিক পালের ঘরে সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ডাকাতির চেষ্টা করে। এক পর্যায়ে পরিবারের সদস্যরা বাধা দিলে কলেজ ছাত্র দীপ্ত পালের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে ডাকাতরা। এতে ঘটনাস্থলেই মারা যান দীপ্ত। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন দীপ্ত’র চাচা সঞ্জয় পাল।

এ ঘটনায় নিহত দীপ্ত’র বাবা কার্তিক পাল পরদিন ৩ জুলাই ১৪ জনকে আসামি করে  লক্ষ্মীপুর সদর থানায় হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন। পুলিশ ২০১৩ সালের এপ্রিল মাসে ১৪ জনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালত দীর্ঘ শুনানিতে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন। তবে, মামলার বাদী কার্তিক পাল এ রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি