ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

পাস্তুরিত দুধ পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ২১ মে ২০১৮ | আপডেট: ১৮:০২, ২১ মে ২০১৮

বাজারে থাকা পাস্তুরিত তরল দুধ বিশেষজ্ঞ কমিটি দিয়ে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই পরীক্ষার প্রতিবেদন দাখিল করতে খাদ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএসটিআই কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জনস্বার্থে করা এক রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
একইসঙ্গে এ সংক্রান্ত আইসিডিডিআর,বির প্রতিবেদনটিও এক মাসের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি হাইকোর্ট পাস্তুরিত তরল দুধের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালক, আইসিডিডিআর,বি এবং পুলিশ মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পাস্তুরিত দুধের মান নিয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) নতুন এক গবেষণার বরাত দিয়ে গত ১৬ জুন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, স্থানীয় বাজারের পাস্তুরিত দুধের ৭৫ শতাংশের বেশি সরাসরি পানের জন্য নিরাপদ নয়।
গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী নিজেই। 
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি