ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাপড়ের রঙ মিশিয়ে বিরিয়ানি বিক্রি, রেস্তোরাঁ সিলগালা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫০, ২৮ মে ২০১৮ | আপডেট: ২৩:৫১, ২৮ মে ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

Ekushey Television Ltd.

বিরিয়ানিতে কাপড়ের রঙ মিশিয়ে বিক্রি করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে কাপড়ের রঙ মেশানোর প্রমাণ পাওয়ায় ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁকে চার লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়।  

রোজায় ধারাবাহিক অভিযানের মধ্যে সোমবার দুপুরে গুলশান এলাকায় বিভিন্ন দোকানে যান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সারোয়ার আলম।

গুলশান ২ নম্বর সেকশনের গলির মধ্যে টিনের ঘরে চালানো ‘খুশবু বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে একটি দোকানে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং খাবারে কাপড়ের রঙ মেশানোর প্রমাণ পান তিনি।

সারোয়ার বলেন, “গুলশান-২ নম্বরের এই রেস্টুরেন্টে অভিযান চালাতে গিয়ে দেখা যায়, তারা যে রঙ বিরিয়ানিসহ অন্য খাবারের সাথে মেশাচ্ছে, তা কাপড়ের রঙ। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।”

এই কারণে চার লাখ টাকা জরিমানার পাশাপাশি দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

খাবারের দোকানে থাকা দুজনের একজনকে এক বছরের এবং অন্যজনকে ছয় মাসের কারাদণ্ডও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি