ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিয়ের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, মামলা হয়েছে। অভিযুক্ত রনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, উপজেলার তিলচন্দ্রী গ্রামের ১৪ বছরের কিশোরীর সঙ্গে গাজীপুরা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রনির দীর্ঘদিন ধরে প্রেম চলে আসছিল। প্রেমের সম্পর্কের কারণে একাধিক বার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত তারা।

একপর্যায়ে ২৩ আগস্ট ঘুরানোর কথা বলে কিশোরীকে ডেকে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে ধর্ষণ করে। এই ঘটনা জানাজানি হয়ে গেলে কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি