ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চালকদের ফুল দিয়ে ডিএমপি কমিশনারের শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৪:০১, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা মহানগরীতে ট্রাফিক মাস পালনের শেষ দিনে ছিল আজ। এদিন বিভিন্ন যানবাহনের চালকদের হাতে ফুল তুলে দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও ক্রসিংয়ে ট্রাফিক ব্যবস্থাপনা দেখতে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার। এ সময় তিনি চালকদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘মানুষের মধ্যে আইন মানার মানসিকতা খুবই কম। তাদের আইন মানতে বাধ্য করাই বড় চ্যালেঞ্জ। তবে পরিস্থিতি আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বর মাসব্যাপী ট্রাফিক সপ্তাহে অনেক সাফল্য রয়েছে। তবে শতভাগ সফলতা অর্জন সম্ভব হয়নি। এ মাসে ট্রাফিক আইন ভঙ্গ করার কারণে মামলায় জরিমানা আদায় করা হয়েছে সাত কোটি টাকার ওপরে। যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। তারপরও দীর্ঘদিনের আইন না মানার প্রবণতা এক/দুই মাসে ঠিক করা সম্ভব না।’

ট্রাফিক পুলিশের পাশাপাশি রোভার স্কাউট, গার্ল গাইডসসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের দায়িত্ব পালনের জন্য তাদেরকে ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘মাসব্যাপী ট্রাফিক সপ্তাহে তারা অনেক কষ্ট করেছে। তারপরও আমরা দেখেছি মানুষ সহজে আইন মানতে চায় না। তাই ট্রাফিক মাস শেষ হলেও রাস্তায় শৃঙ্খলা ফেরাতে নানা কর্মসূচি অব্যাহত থাকবে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি