ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

কিশোরগঞ্জে দুই কৃষক হত্যায় ৪ জনের ফাঁসি, ২১ জনের যাবজ্জীবন

প্রকাশিত : ১৩:০৩, ১৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:০৮, ১৬ অক্টোবর ২০১৮

কিশোরগঞ্জে জোড়া খুনের মামলায় চার আসামির মৃত্যুদণ্ড ও ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হচ্ছে- আল আমিন, স্বপন, মিজান ও নাজমুল।

রায় ঘোষণার সময় আসামিদের বেশিরভাগই আদালতে উপস্থিত ছিলো।

কয়েক বছর আগে কিশোরগঞ্জের করিমগঞ্জের দুই কৃষক কুবেদ আলী ও জাকারিয়া খুন হন। এ ঘটনায় করিমগঞ্জ থানায় মামলা হয়। আজ ওই মামলার রায় ঘোষণা হলো। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কুবেদ ও জাকারিয়ার পরিবার।

বিস্তারিত আসছে…

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি