ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঢাকা আইনজীবী সমিতির ভোট গণনা আজ

প্রকাশিত : ১২:৫৬, ৮ মার্চ ২০১৯

ঢাকা আইনজীবী সমিতির ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। শুক্রবার সকাল ৯টা থেকে ভোট গণনা শুরু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এবার ১৭ হাজার ৮৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল। তবে দুই দিনব্যাপী ভোটগ্রহণে ৯ হাজার ৩৬৪ জন ভোট দিয়েছেন। বাকি ৮ হাজার ৫৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেনি।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে ভোট চলে বিকাল ৫টা পর্যন্ত।

গত ২৭ ফেব্রুয়ারি প্রথম দিনের ভোটগ্রহণ শেষে সরকারি ছুটি ও বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সাদা প্যানেল এবং বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য মনোনীত নীল প্যানেলের ২৭ পদে ৫৪ প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেলে সভাপতি পদে গাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান নির্বাচন করছেন। নীল প্যানেলে সভাপতি পদে মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান লড়ছেন।

 

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি