ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ৪১৭১ মামলা

প্রকাশিত : ১৫:৩৩, ১১ মে ২০১৯

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪,১৭১টি মামলা ও ১৮,৩৩,১৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২৪টি গাড়ি ডাম্পিং ও ৫২৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির সূত্রে জানা যায়, উল্লেখিত মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৮৫টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৮৬১টি, স্টিকার ব্যবহার করার জন্য ২টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৬টি গাড়ির বিরুদ্ধে মামলা। এর পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করার কারণে ১২৪৩টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৬৪টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৭টি মামলা করা হয়।

১০ মে শুক্রবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবেই রাজধানীতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি