ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস’ মামলার রায় যেকোনো দিন

প্রকাশিত : ১৩:২৬, ১১ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:১২, ১১ জুলাই ২০১৯

‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস’ সংক্রান্ত আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা এক আসামির আবেদনের শুনানি শেষে মামলাটি যেকোনও দিন রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১১ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। অন্যদিকে, আসামীপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও শিশির মোহাম্মাদ মনির।

এর আগে গত ১১ এপ্রিল ‘যাবজ্জীবন কারাদণ্ডকে আমৃত্যু’ বলা যাবে কিনা সে বিষয়ে কয়েকজন আইনজীবীকে অ্যামিক্যাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এ এফ হাসান আরিফ, আবদুর রেজাক খান ও মুনসুরুল হক চৌধুরী।

অ্যামিকাস কিউরি রোকন বলেন, প্রচলিত আইনের বিধান অনেকগুলো বাতিল করা হয়েছে যা ঠিক নয়। রিভিশন পাবে কিন্তু ‘টিল ডেথ’ এটা আইনের বিধানে নেই।

খন্দকার মাহবুব হোসেন বলেন, রায় বাতিল করে ৩৫/এ বিধান অনুযায়ী নতুন আদেশ হওয়ার কথা। আশা করি আদালত সঠিক রায় দেবেন।  

আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি